আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:১৮

টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণে সভা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

dristy-36টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিনী আলেমা খাতুন ভাসানীর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার(৪ অক্টোবর) এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভাসানী ফাউন্ডেশন ওই স্মরণ সভার আয়োজন করে।
এরআগে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে ভাসানী ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাসানী দরবার হল প্রাঙ্গণে স্মরণ সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব, সৈয়দ ইরফানুল বারী, সন্তোষ ইবি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, মওলানা ভাসানী আদর্শ অনুশীলন পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন, তৃনমূল ন্যাপের কো-চেয়ারম্যান আবু হামিদুর রেজা খান (পরশ), সন্তোষ ইবি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, মওলানা ভাসানী মুছাফির খানার সাধারন সম্পাদক আলিমুদ্দিন তালুকদার, সন্তোষ ইবি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন, ফাউন্ডেশনের মহাসচিব ও মাওলানা ভাসানীর দৌহিত্র মো. মাহমুদুল হক সানু। স্মরণ সভায় বক্তারা মাওলানা ভাসানী ও আলেমা খাতুন ভাসানীর জীবনের নানা দিক তুলে ধরেন।
উল্লেখ্য, আলেমা খাতুন ভাসানী ২০০১ সালের ৪ অক্টোবর ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno