আজ- ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:১৫

টাঙ্গাইলে ‘আল্লাহর দল’র ১৬ জঙ্গির কারাদন্ড

 

দৃষ্টি নিউজ:

dristytv-5
টাঙ্গাইলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’-এর প্রধান মতিন মেহেদীসহ ১৬ জঙ্গিকে ৩ বছরের সশ্রম করে কারাদন্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন জেলা ও দায়রা জজ আদালত। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন।
দন্ডিতরা হচ্ছেন, গাইবান্ধার পলাশবাড়ীর শাহ মো. ফেরদৌস, আবু সাইদ, ফজল, রংপুরের আলম, টাঙ্গাইলের রফিকুল ইসলাম, আব্দুল আজিজ, বুলবুল, দেলোয়ার, লিটন, চান্দু, আব্দুল খালেক, মাইন, আলাল উদ্দিন, মদন ও মুন্না।
মামলার বিবরণে জানা যায়, টাঙ্গাইল শহরের পুর্ব আদালত পাড়ার রুবী চৌধুরীর দোতলা ভবনের নিচতলা ভাড়া নিয়ে জঙ্গি কার্যক্রম চালাচ্ছিলেন মেহেদী ও তার সহযোগীরা। গোপন সংবাদের ভিত্তিতে ২০০৭ সালের ১৪ এপ্রিল রাতে টাঙ্গাইল মডেল থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত ১৬ আসামিই আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।
পরদিন পুলিশের এসআই মোশারফ হোসেন বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানার একটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno