আজ- শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ১১:৪৬
১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

টাঙ্গাইলে ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দৃষ্টি নিউজ:

dristy-pic-99
টাঙ্গাইলে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে শনিবার(২৪ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রফেসর মির্জা মোহাম্মদ আব্দুল মোমেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদ্য নির্বাচিত ঘোষিত চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। dristy-pic-100অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহম্মেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা, টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন-অর-রশিদ, টাঙ্গাইল ল’ কলেজের প্রভাষক ও সাবেক জিপি আব্দুর রশিদ, সরকারি কমুদিনী কলেজের সহযোগী অধ্যপক ড. মোহাম্মদ আজাদ খান, অ্যাডভোকেট আব্দুল গনি আল রুহী, অ্যাডভোকেট হোসনে আরা আহমেদ প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইত্তেফাকের টাঙ্গাইল প্রতিনিধি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক তরুন ইউসুফ। আলোচনা সভা শেষে অতিথিরা কেট কাটেন এবং ইত্তেফাকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়