দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার(৬ ডিসেম্বর) দুপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের নিরালা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি আকরাম আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সোলাইমান কবির প্রমুখ।