আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৪:০৩

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

দৃষ্টি নিউজ:

arest.টাঙ্গাইল শহরের এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে শনিবার (৪ মার্চ) সাড়ে তিন’শ পিস ইয়াবাসহ মো. নবী আলম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আটক নবী আলম পৌর সভার সবুজবাগ গ্রামের দুদু বেপারীর ছেলে।
টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে মো. নবী আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে সাড়ে তিন’শ পিস ইয়াবা ‍উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় করে আসছিলেন বলে জানান র‌্যাব কমান্ডার।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno