
কাজল আর্য্য:
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ক্যাম্পাসের ট্রমা সেণ্টারে ৫০ শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন ইউনিট স্থাপন করা হলেও নেই আইসিইউ।
বর্তমানে জেলার নাগরপুরের দুইজন ও ভূঞাপুরের একজন সহ মোট তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী আইডসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তারা আগের চেয়ে অনেকটা ভাল আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জেনারেল হাসপাতালের নিয়ন্ত্রণাধীন আইসোলেশন ইউনিটে ভেন্টিলেটর সুবিধাসহ ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা নেই। ফলে জরুরি সময়ে রোগীকে ঢাকায় পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া আছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন বলেন, করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সরকার দ্রুত করোনা আইসোলেশন ইউনিট চালু করেছে। তবে জেলা পর্যায়ে সাধারণত আইসিইউ থাকে না। আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দেব। ভর্তি কিংবা আগত রোগীর অবস্থা গুরুতর হলে তাদের ঢাকায় পাঠানো হবে।
তত্ত্বাবধায়ক আরো বলেন, জেলা লেভেলে কিছুটা সীমাবদ্ধতা থাকবেই। যেমন করোনা রোগীর সেবাকর্মীদের নিয়মানুযায়ী থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। এগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ধীরে ধীরে ইউনিটকে সকল সুবিধার আওতায় আনা হবে।