আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:২৪

টাঙ্গাইলে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর

 

দৃষ্টি নিউজ:

dristy-tv-logo-1টাঙ্গাইলে শত বছরের পুরাতন কালীমন্দিরের হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা। টাঙ্গাইল সদর উপজেলার আগবেথইর গ্রামে দূর্বৃত্তরা বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালীমন্দিরের দরজা ভেঙ্গে প্রতিমা ভাংচুর করে।
আগবেথইর পূর্বপাড়া সার্বজনীন পূজা উৎপাদন কমিটির সভাপতি খুশি মোহন বলেন, প্রায় শতবছরের পুরাতন এই মন্দিরে সবসময় পূজা উৎযাপন হতো। কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় দূর্বৃত্তরা মন্দিরে হামলা করে কালী প্রতিমাটি ভেঙ্গে রেখে যায়। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী এসে মন্দিরের দরজা খোলা দেখতে পেয়ে ভিতরে গিয়ে দেখে প্রতিমা ভাঙ্গা অবস্থায় পরে আছে। ঘটনাটি টাঙ্গাইল মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এসময় প্রতিমা ভাংচুরের বিচারের দাবি জানান এলাকাবাসী। আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে আতঙ্ক সৃষ্টির জন্যই এঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno