দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে মঙ্গলবার(২৫ অক্টোবর) সরকারের ১০টাকা দরে চাল বিক্রি(খাদ্য বান্ধব কর্মসূচি) বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংসদ খন্দকার আ. বাতেন, সাংসদ মনোয়ারা বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ প্রমুখ। সভায় টাঙ্গাইল জেলার সকল ইউপি চেয়ারম্যান, সচিব, ডিলার সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।