দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করা হয়েছে। বুধবার(৩ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ভাসানী হলের সামনে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, সদস্য অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির প্রমুখ।
এ সময় জেলা ও সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।