প্রথম পাতা / টপ সংবাদ /
টাঙ্গাইলে গাছে গাছে আমের মুকুল ॥ বাম্পার ফলনের আশা
By দৃষ্টি টিভি on ২৭ ফেব্রুয়ারী, ২০১৭ ১০:৩২ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের গাছে গাছে এখন প্রচুর আমের মুকুল। চারদিকের বাতাসে ভাসছে মুকুলের পাগল করা সুগন্ধ। সুখের ঘ্রাণ বইয়ে বাতাসও যেন আনন্দিত। শহর থেকে গ্রাম-গঞ্জ সর্বত্র আমগাছ তার মুকুল নিয়ে হলদে রঙ ধারণ করে সেজেছে এক অপরূপ সাজে। গাছে গাছে অজস্র মুকুল দেখে বাম্পার ফলনের আশা করছেন টাঙ্গাইলের আম ব্যবসায়ীরা।
টাঙ্গাইল জেলা কৃষি সম্পাসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, টাঙ্গাইলে আম্রপালি, লেংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, মল্লিকা, থাই, গোপালভোগ, বাড়ি ১০, দেশি, বেনারসি সিতাভোগ ইত্যাদি জাতের আম চাষ হয়ে থাকে। গত ২০১৫-১৬ অর্থ বছরে ৫ হাজার ৪৮২ হেক্টর জমিতে আমের আবাদ হয়। উৎপাদন হয় ৫৩ হাজার ৭১৭ মে.টন। এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০০ হেক্টর জমিতে। কৃষি বিভাগ এবার বাম্পার ফলনের আশা করছে।
আম ব্যবসায়ী শিমুল, জব্বার, রহিম, কায়েস, জহির জানায়, এবছর তাদের আম গাছে প্রচুর পরিমাণে মুকুল ধরেছে। এখন পর্যন্ত আমের মুকুলে কোন রোগ-বালাই আক্রমন করেনি। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতিটি গাছেই পর্যাপ্ত পরিমাণে আম ধরবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাশিম জানান, জেলায় এ বছর আমের উৎপাদন ভালো হবে। কারণ এ বছর আমের মুকুল ধরার সময় প্রাকৃতিক কোন দুর্যোগ হয়নি। এমনকি তেমন কোন রোগবালাইও হয়নি। যদি প্রাকৃতিক কোন দুর্যোগ না হয় তাহলে কৃষকরা বাম্পার ফলন পাবেন বলে তিনি মনে করেন।
তিনি আরো বলেন, আম চাষে সহজেই লাভবান হওয়া যায়। অনেক বেকার যুবক এ পেশায় এগিয়ে আসছেন। টাঙ্গাইলে পাহাড়ি ও আবাদি জমিতে আমের চাষ করা হয়ে থাকে। টাঙ্গাইলে হর্টিকালচারে আমের চারা উৎপাদন করা হয়। আমরা আম চাষে কৃষকদের বিভিন্ন সময়ে পরামর্শ দিচ্ছি। এ ব্যাপারে কৃষকদের ট্রেনিংও দেয়া হয়েছে।
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ
-
টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
-
টাঙ্গাইলে এবার দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের উদ্যোগ
-
‘জওয়ান’-এ দীপিকাকে বেশি গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ নয়নতারা
-
কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত
-
বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ
-
টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত
-
কালিহাতীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক আউয়ালের গণসংযোগ
আপডেট পেতে লাইক করুন
