আজ- ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ শনিবার  রাত ১:০৭

টাঙ্গাইলে চোর চক্রের ৩ নারী আটক

 

দৃষ্টি নিউজ:

dristy-22
টাঙ্গাইলে ডায়াবেটিস হাসপাতাল থেকে চোর চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। রোববার(৫ মার্চ) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ওই ৩ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হচ্ছেন কুলসুম বেগম (৪০), আয়েশা (৩০) ও পারভীন (২০)।
জানা যায়, গত ১ মার্চ(বুধবার) পৌর এলাকার বেপারিপাড়ার জাহানারা বেগম ডায়াবেটিস পরীক্ষার জন্য হাসপাতালে গেলে চোর চক্রের ওই ৩ নারী জাহানারা বেগমের স্বর্ণের চেইন চুরি করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে সিসি টিভির ফুটেজ দেখে চোরদের চিহ্নিত করা হয়। তারপর হাসপাতাল কর্তৃপক্ষ কৌশলে তাদেরকে আটক করে।
টাঙ্গাইল মডেল থানা পুলিশের এসআই রিপন নাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। চুরির মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno