আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:০৩

টাঙ্গাইলে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

দৃষ্টি নিউজ:

dristy-40
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি করেন। শোভাযাত্রা শেষে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কাটেন।dristy-38
এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার আহমদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ, সুভাষ সাহা, তথ্য ও গবেষণা সম্পাদক সোলায়মান হাসান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, তানভীর হাসান ছোট মনিসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল, শফিউল আলম মুকুল, মনির সিকদার, মিলন মাহমুদসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno