আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:৪৩

টাঙ্গাইলে জননেত্রী শেখ হাসিনা পরিষদের কমিটি গঠনে মতবিনিময়

 

দৃষ্টি নিউজ:
Picture73
টাঙ্গাইল শহরের আব্বাসউদ্দিন সঙ্গীত বিদ্যালয়ের হলরুমে আওয়ামীলীগের সহযোগী সংগঠন ‘জননেত্রী শেখ হাসিনা পরিষদ’র জেলা শাখার কমিটি গঠন কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি পাপিয়া সেলিমের সভাপতিত্বে দীর্ঘ ৫ ঘণ্টা ব্যাপি বিরতিহীন আলোচনায় জাতির জনক বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার দর্শনে বিশ্বাসী শতাধিক অনুরাগী অংশ নেয়। ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় ‘জননেত্রী শেখ হাসিনা পরিষদ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কেএম হাসান টাঙ্গাইলে আগামী এক মাসের মধ্যে জেলা কমিটি গঠন করার লিখিত নির্দেশনা পাঠ করে শোনানো হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাসানী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্য বীরমুক্তিযোদ্ধা এনামুল করিম শহীদ, পাট মন্ত্রণালয়ের জেডিপিসি’র সাবেক নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মনি খন্দকার, মেজর জেনারেল(অব.) মাহমুদুল হাসান আদর্শ কলেজের উপাধ্য আমিনুল ইসলাম উজ্জল, টাঙ্গাইল জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার সারওয়ার জাহান শামীম, কালিহাতীর বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা শিানুরাগী আলহাজ জোনায়েদ হোসেন, সিডিসি’র আজীবন সদস্য ও নাট্য ব্যক্তিত্ব আমিনুল হক রাজা, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লায়লা আক্তার লিপি, টাঙ্গাইল পৌর সভার মহিলা কাউন্সিলর ও সাবেক নৃত্য শিল্পী হোসনে আরা বিউটি, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিল আমিনুর রহমান আমীন প্রমুখ। সভা পরিচালনা করেন, টাঙ্গাইল থিয়েটারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাকির খান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno