আজ- শনিবার | ১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১ | রাত ১:২৭
১৪ ডিসেম্বর, ২০২৪
২৯ অগ্রহায়ণ, ১৪৩১
১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ, ১৪৩১

টাঙ্গাইলে ‘জননেত্রী শেখ হাসিনা’ সড়কের নির্মাণ কাজ উদ্বোধন

দৃষ্টি নিউজ:

dristy-pic-75
টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চল কাতুলী ইউনিয়নের তোরাবগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতুর পুর্ব পাড় পর্যন্ত ২৫ কিলোমিটার দৈর্ঘের ‘জননেত্রী শেখ হাসিনা’ সড়কের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। সোমবার (১৯ডিসেম্বর) বিকালে আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে বাগবাড়ী চৌবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাতুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নায়েব আলী সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত জাহান, হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, কাতুলী ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান সুমন আহমেদ প্রমুখ।
প্রকাশ, তোরাপগঞ্জ থেকে বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড় পর্যন্ত সড়কটির দৈর্ঘ ২৫ কিলোমিটার। প্রথম পর্যায়ে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ১৫ কি.মি’র কাজ শুরু হয়েছে। সড়কে একটি বড় বিজ্র সহ ১৪-১৫টি ব্রিজ-কার্লভার্ট রয়েছে। পরে বাকি ১০ কিলোমিটারের কাজ যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে।
সড়কটির নির্মাণ কাজ শেষ হলে টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়