দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে জেলা বিএনপি কার্যালয়ে শনিবার(১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা জাতীয়তাবাদী কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী কৃষকদলের জাতীয় সম্মেলন উপলক্ষে টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী কৃষক দল ওই প্রস্তুতি সভার আয়োজন করে।
সভায় জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষে জেলার বিভিন্ন উপজেলা, থানা ও পৌর শাখার সভাপতি/সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়কদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা কৃষকদলের সভাপতি শ্যামল হোড়-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, সহ-সাধারণ সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সদর থানা সভাপতি মো. কহিনুর সরকার, সাধারণ সম্পাদক এসএম কাউছার আহমেদ প্রমুখ। এছাড়া দেলদুয়ার থানা সভাপতি মো. আব্দুল লতিফ, গোপালপুর থানা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কালিহাতী থানা সভাপতি তাইবুর রহমান তোতা, মধুপুর থানা সভাপতি আইনুদ্দিন, এলেঙ্গা থানা সভাপতি সিদ্দিক মেম্বার, ঘাটাইল থানা সভাপতি মুক্তার হোসেন ও টাঙ্গাইল পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল ছালাম। এ সময় জেলা ও থানা জাতীয়তাবাদী কৃষকদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।