দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা সদর মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার(২২ অক্টোবর) সকালে জাতীয় কৃমি নাশক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে ২২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জাতীয় কৃমি নাশক সপ্তাহের উদ্বোধন করেন। টাঙ্গাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ শিক্ষা অফিসার মঞ্জুর হাসান তালুকদার, পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান মামুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ছানোয়ার হোসেন প্রমুখ।