আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৮:২৪

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

dristy-pi-12
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার(২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন, বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ইত্যাদি।
‘দোষারোপ নয়-দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ প্রতিপাদ্যে নিরালা মোড় থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। সমাবেশে নিরাপদ সড়ক চাই’র জেলা শাখার সভাপতি পাপিয়া সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, জেলা বাস-কোচ-মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান লালজু, রোভার স্কাউটের টাঙ্গাইল জেলা কমিশনার এনামুল করিম শহীদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, নিরাপদ সড়ক চাই’র জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন খান।

dristy-pi-13
র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেয়। টাঙ্গাইল জেলা রোভার স্কাউট র‌্যালিটির শৃঙ্খলার দায়িত্ব পালন করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno