দৃষ্টি নিউজ:
‘সোনালী আশেঁর সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ স্লোগানে সারাদেশের মতো টাঙ্গাইলেও সোমবার(৬ মার্চ) জাতীয় পাট দিবস পালিত হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের আয়োজনে সকালে বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেলি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন।
[vsw id=”mmPjpBS5EK0″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্ত শামীম আল মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দ। সভায় বক্তরা পাট পণ্যের বাধ্যতামূলক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
এদিকে, দিবসটি উপলক্ষে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের জুট টেকনোলজি কোর্সের উদ্দোগে ক্যাম্পাস থেকে পৃথক একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশ করে। এতে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষক এবং সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীরা বক্তব্য রাখেন।