দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে নানা আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রয়ারি) দুপুরে শহরের বটতলাস্থ কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থার প্রেসিডিয়াম মেম্বার ও সাপ্তাহিক পাপিয়া পত্রিকার প্রধান সম্পাদক সেলিম তরফদার, সাপ্তাহিক গণবিপ্লবের সাবেক সম্পাদক রশিদ আহাম্মেদ আব্বাসী, সাপ্তাহিক লোকধারা পত্রিকার সম্পাদক এনামুল হক দীনা, দৈনিক কালের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক তাইজুল ইসলাম টুটুল, দৈনিক ট্রাইব্যুনাল পত্রিকার জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাবেক দপ্তর সম্পাদক মাহমুদুল হক খান আরিফ প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাগো নিউজের টাঙ্গাইল প্রতিনিধি আরিফুর রহমান টগর, বিজয় টিভি জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদেরসময়ের টাঙ্গাইল প্রতিনিধি আবু জোবায়ের উজ্জল, আনন্দ টিভির প্রতিনিধি আনিসুর রহমান আনিস, দৈনিক স্বদেশ প্রতিদিনের টাঙ্গাইল প্রতিনিধি তোফাজ্জল হোসেন, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি অলক কুমার দাস, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, সাপ্তাহিক গণবিপ্লবের চীফ রির্পোটার আল আমীন খান, দৈনিক সিটিজেন টাইম পত্রিকার জেলা প্রতিনিধি সুমন সেন প্রণয়, দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সবুজ সরকার, সাপ্তাহিক নবজাগরণ পত্রিকার প্রতিনিধি সেলিম মাহমুদ, সাপ্তাহিক অপরাধ চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি আবু সায়েম, সাপ্তাহিক ইন্তেজার পত্রিকার মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এম মাছুদুর রহমান মিলন। পরে কেক কেটে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।