দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা গ্রাম থেকে সোমবার(১৩ মার্চ) দিনগত রাতে আমানুল্লাহ্ লিটন(৪০) নামে এক জেএমবি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বরুহা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূঁইয়া জানান, সারাদেশ ব্যাপী জঙ্গি গ্রেপ্তারের অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। মডেল থানার এসআই নুরুল বাশারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোমবার রাতে জঙ্গি সদস্য আমানুল্লাহ্ লিটনকে(৪০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আমানুল্লাহ্ লিটন টাঙ্গাইলের তালিকাভুক্ত জেএমবি সদস্য। জঙ্গি তৎপরতায় লিপ্ত থাকার অপরাধে তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় ২০০৫ সালের দুটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।