আজ- ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ২:৪৬

টাঙ্গাইলে জেএমবি সদস্য গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

dristy-43টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা গ্রাম থেকে সোমবার(১৩ মার্চ) দিনগত রাতে আমানুল্লাহ্ লিটন(৪০) নামে এক জেএমবি সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বরুহা গ্রামের হাসেম উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূঁইয়া জানান, সারাদেশ ব্যাপী জঙ্গি গ্রেপ্তারের অংশ হিসেবে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। মডেল থানার এসআই নুরুল বাশারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোমবার রাতে জঙ্গি সদস্য আমানুল্লাহ্ লিটনকে(৪০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আমানুল্লাহ্ লিটন টাঙ্গাইলের তালিকাভুক্ত জেএমবি সদস্য। জঙ্গি তৎপরতায় লিপ্ত থাকার অপরাধে তার বিরুদ্ধে দেলদুয়ার থানায় ২০০৫ সালের দুটি মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno