আজ- সোমবার | ১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১ | সন্ধ্যা ৬:২১
১৭ মার্চ, ২০২৫
৩ চৈত্র, ১৪৩১
১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে জেলা প্রশাসনের খাদ্য ও নিরাপত্তা কিটস বিতরণ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম করোনা ভাইরাস আতঙ্কের কারণে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য ও নিরাপত্তা কিটস বিতরণ করেছেন।

শুক্রবার(২৭ মার্চ) বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক কর্মহীন দরিদ্র লোকজনের মাঝে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তিন কেজি আলু, এক কেজি পেঁয়াজ করে বিতরণ করা হয়। এছাড়া বেশ কিছু মাস্ক, সাবান ও হ্যান্ডগ্লাভসও বিতরণ করা হয়।

https://youtu.be/ZfkMPQba7zQ

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনা ভাইরাসের কারণে জেলার কর্মহীন কোন মানুষ না খেয়ে থাকবে না। সেলক্ষে কর্মহীন লোকজনের মাঝে বিনামূল্যে বিতরণের জন্যে জেলার ১২টি উপজেলায় ২০ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মহীন লোকজনের ঘরে ঘরে এসব খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

https://youtu.be/NoqC1jFFe_g
জেলা প্রশাসক যা বললেন

তিনি জানান, হাসপাতাল, ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়া জেলার সব কিছু বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের বিষয়ে মাইকিং ও লিফলেট বিতরণ করে জনগনকে সচেতন করা হচ্ছে। এই কাজে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থেকে সহযোগিতা করছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়