প্রথম পাতা / টপ সংবাদ /
টাঙ্গাইলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
By দৃষ্টি টিভি on ১৭ ফেব্রুয়ারী, ২০১৭ ৮:৩০ অপরাহ্ন / no comments
দৃষ্টি নিউজ:
সম্প্রীতি অটুট রাখার লক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে আয়োজিত সীমিত ১০ ওভারের প্রীতি ক্রিকেট ম্যাচে জেলা পুলিশ প্রশাসন একাদশ চ্যাম্পিয়ন ও জেলা প্রশাসন একাদশ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও এ খেলায় টাঙ্গাইল প্রেসক্লাব একাদশ যুগ্ম-রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিকালে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
সকালে প্রীতি ক্রিকেট খেলার উদ্বোধন করেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। ম্যাচে প্রতিটি দল দুইটি করে খেলায় অংশ গ্রহণ করে। সকালের প্রথম খেলায় মুখোমুখি হয়, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন একাদশ ও পুলিশ সুপার মো. মাহবুব আলমের নেতৃত্বে জেলা পুলিশ একাদশ দল। ১০ ওভারের সীমিত এ খেলায় প্রথমে ব্যাট করতে নেমে জেলা পুলিশ একাদশ ১০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান সংগ্রহ করেন, টাঙ্গাইল মডেল থানার এসআই রিপন নাগ। জেলা পুলিশ একাদশ দলের দেয়া টার্গেট ১০৮ রানের লক্ষ নিয়ে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় জেলা প্রশাসন একাদশ।
পরবর্তী খেলায় মুখোমুখি হয় জেলা পুলিশ একাদশ ও টাঙ্গাইল প্রেসক্লাব একাদশ। এ খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে পুলিশ একাদশ ১৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেন রিপন নাগ। তবে এ খেলায় টাঙ্গাইল প্রেসক্লাব একাদশের বোলার ও টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি আলহাজ্ব ছানোয়ার হোসেনের ৬ বলে ৩৬ রান নেয় জেলা পুলিশ দলের ব্যাটসম্যান রিপন নাগ। বিশাল এই রানের পাহাড় তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে মাত্র ১০২ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাঙ্গাইল প্রেসক্লাব একাদশ। সর্বশেষ জেলা প্রশাসন একাদশ ও টাঙ্গাইল প্রেসক্লাব একাদশের খেলায় টসে জিতে প্রথম ব্যাট করে জেলা প্রশাসন একাদশ ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে অপরাজিত থেকে সর্বোচ্চ ৫৬ রান করেন, সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান এবং বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান করেন ৫৫ রান। ১২৪ রানের লক্ষ নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাব একাদশ ৫ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। এ খেলায় ৩ রানে জয়ী হয় জেলা প্রশাসন একাদশ।
প্রীতি এ ক্রিকেট খেলায় জেলা প্রশাসন একাদশে ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য যোগাযোগ) মো. মখলেছুর রহমান, টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম সুজন, বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, দেলদুয়ার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, টাঙ্গাইলের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান, ফাহমি মো. সায়েফ, সহকারী নাজির মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাজিবুল হাসান। জেলা পুলিশ একাদশে ছিলেন পুলিশ সুপার মো. মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পুলিশ ডাক্তার আবিবুর রহমান, এসআই রিপন নাগ, রিপন দাস, আশিকুজ্জামান, সুকান্ত রায়, সার্জেন্ট ওয়ালিদ, এএসআই নাসির, জিয়া। টাঙ্গাইল প্রেসক্লাব একাদশে ছিলেন, অধিনায়ক ও টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি শামসাদুল আখতার শামীম, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন, যুগ্ম-সম্পাদক হাবিব খান, মহিউদ্দিন সুমন, দপ্তর সম্পাদক আরিফ উর রহমান টগর, কার্যকরি সদস্য রেজুয়ার শরিফ, সাধারণ সদস্য রাশেদ খান মেনন, সহযোগী সদস্য সুমন রায়।
মন্তব্য করুন
বাংলাদেশে করোনা ভাইরাস
সর্বশেষ আপডেট
-
ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা
-
মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
-
সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসির যেসব ক্ষমতা থাকছে
-
এলেঙ্গায় চাঁদাদাবি করায় বিএনপির চার নেতাকর্মী আটকের পর মুচলেকায় মুক্ত
-
টাঙ্গাইলে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ
-
নাগরপুরে বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজ সিন্ডিটেক সক্রিয়
-
সাড়ে ৮শ’ বছর পর লক্ষণ সেনের মতো শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন :: আমীরে জামায়াত
-
টাঙ্গাইলে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উদযাপিত
-
এলেঙ্গায় নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার