আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৫৯

টাঙ্গাইলে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-14বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ নভেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপি উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।

শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক পথসভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সাবেক যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামিল শাহীন, আবুল কাসেম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক শাহীন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা ছাত্রদলের সম্পাদক শফিকুর রহমান শফিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno