আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৯:৩৯

টাঙ্গাইলে ট্রাক চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

 

দৃষ্টি নিউজ:

Road-Accident-220160907185007টাঙ্গাইলের খেজুরতলা নামকস্থানে ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এসএসসি পরীক্ষার্থী জুলফিকার নাঈম রাফি (১৬) নিহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-চারাবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। জুলফিকার সদর উপজেলার বাগবাড়ি গ্রামের নূর আলমের ছেলে। সে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।
টাঙ্গাইল সদর থানার এসআই) নুরুল বাশার জানান, দুপুরে টাঙ্গাইল শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার চরাঞ্চলের তোরাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে অটোরিকশাটি খেজুরতলা নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাঙ্গে মুখোমুখি সংষর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জুলফিকারের মৃত্যু হয়।
এছাড়া এ সময় অটোরিকশা চালকসহ দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno