আজ- বৃহস্পতিবার | ৭ নভেম্বর, ২০২৪
২২ কার্তিক, ১৪৩১ | রাত ১:১৭
৭ নভেম্বর, ২০২৪
২২ কার্তিক, ১৪৩১
৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক, ১৪৩১

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত ॥ আড়াই ঘণ্টাপর চলাচল স্বাভাবিক

দৃষ্টি নিউজ:

dristy-p-3উত্তরবঙ্গ-ঢাকা রেলপথের টাঙ্গাইলের মির্জাপুরে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বুধবার (১৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে মির্জাপুর উপজেলার মহেরা এলাকায় ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।
টাঙ্গাইল ঘরিন্দা রেল স্টেশনের টিকেট মাস্টার ইসমাইল হোসেন জানান, রাতে লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার পথে ট্রেনটির দুইটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এরপর এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে পাকশি থেকে একটি তদন্ত টিম এসে বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় দুর্ঘটনা কবলিত দুইটি বগি রেখে রেললাইনের ক্রসিং থেকে বাকি ১১টি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এসময় প্রথম ঢাকা থেকে খুলনাগামী চিত্রা পরিবহনের ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করে। লালরমনিহাট এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় টানা আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মির্জাপুর মহেড়া রেলস্টেশন মাস্টার মাসুম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়