দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ধনবাড়ী থেকে ডাকাতি হওয়া ট্রাকভর্তি ৪১টি গরু রাজধানীর কারওয়ান বাজার থেকে উদ্ধার করেছে ট্রাফিক ও রমনা থানা পুলিশ। শনিবার(৪ ফেব্রুয়ারি) সকালে ট্রাকভর্তি গরুগুলো উদ্ধার করা হয়। এসময় গরুবহনকারী ট্রাকটিও জব্দ করে পুলিশ।
পুলিশের রমনা থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, শুক্রবার(৩ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা থেকে গরুভর্তি ট্রাকটি ডাকাতদের কবলে পড়ে। সকালে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ থামার সিগন্যাল দিলে তারা ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে রমনা থানা পুলিশের সঙ্গে যৌথভাবে গরুগুলো উদ্ধার করে তারা।
ট্রাকভর্তি গরুগুলো বর্তমানে রমনা থানায় রয়েছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার কাগজপত্র এনে তারা গরুগুলো নিয়ে যেতে পারবেন।