দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্বোধনী মেলার উদ্বোধন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ওই উদ্বোধনী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক(প্রশাসন) কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে ওই মেলায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মখলেছুর রহমান। মেলা বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) থেকে শনিবার(২৮ জানুয়ারি) পর্যন্ত চলবে।