দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের ট্রান্সকম ডিজিটাল শো-রুমের গোডাউনে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মফিদুল ইসলাম জানান, তারা দুপুর সোয়া ১২টার দিকে ঘটনাটি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরো জানান, গোডাউনটি প্রায় ৫০০ বর্গফুট। সেখানে প্রচুর ফ্রিজ ও এসি ছিল, যা অত্যন্ত দাহ্য। সময়মত খবর পাওয়ায় তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং ব্যাপক ও ধ্বংসাতœক অগ্নিকান্ডের হাত থেকে রা করা সম্ভব হয়েছে।
শো-রুমের ম্যানেজার আসাদুল ইসলাম জানান, গোডাউনে সামসং, হিটাচি, ওয়ালপুল, ট্রান্সটেক, ফিলিপস্ সহ নামী-দামী ব্র্যান্ডের ফ্রিজ, এসি, মাইক্রোওভেন সহ সকল ইলেকট্রনিক্স পণ্য ছিল। তিনি জানান, গোডাউনে ৬০-৭০টি ফ্রিজ ছিল। য়তির পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানান ম্যানেজার।