দৃষ্টি নিউজ:
ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের পদবি পরিবর্তন করে দশম গ্রেডে কর্মকর্তার মর্যাদা দেওয়াসহ তিন দফা দাবিতে রোববার(১২ ফেব্রুয়ারি) টাঙ্গাইলে অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
অন্য দুটি দাবি হচ্ছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে ইউপি সচিবদের শতভাগ বেতন-ভাতা দেওয়া এবং অন্যান্য সরকারি কর্মচারীদের মতো পেনশন দেওয়া।
টাঙ্গাইলে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির জেলা শাখা আয়োজিত এ কর্মসূচি পালন করা হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য মো. সোহেলুর রহমান, জেলা কমিটির সাবেক সভাপতি মো. সোহরাব আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল আজিজ প্রমুখ।