দৃষ্টি নিউজ:
ঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলঅর পাথাইলকান্দি নামক স্থানে শনিবার(১ অক্টোবর) সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ( ওসি ) আছাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার পাথাইলকান্দি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উত্তরবঙ্গগামী ট্রাকের হেলপার নিহত হয়। এসময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হলে পুলিশের সহযোগিতায় কিছুক্ষণের মধ্যেই যানচলাচল স্বাভাবিক হয়।