আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ১০:১৩
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশনের বিতর্ক প্রতিযোগিতা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ‘দুর্নীতি করবনা, মানবনা, সইবনা’ স্লোগানে মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী রচনা, বির্তক ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুরে মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় ‘মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে দুটি দল অংশ গ্রহন করে। এতে শ্রেষ্ঠ বক্তা হিসেবে প্রথম হয় বিপক্ষের বক্তা তুলি আক্তার।

https://youtu.be/hw8tSzbhNS0

মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য আবুল কালাম মোস্তফার সভাপতিত্বে প্রতিযোগিতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মার্থা লিন্ডষ্ট্রম নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মনছুর রহমান। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আ. কদ্দুস সরকার। বিচারক মন্ডলী ছিলেন মো. গোলাম নবী, শাহানাজ বেগম ও চিত্রা দাস। সময় নিয়ন্ত্রণ করেন, শিক্ষার্থী বৃষ্টি আক্তার।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়