দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চত্তরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় স্থানীয় দুস্থদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়েছে। রোববার(১২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সাংসদ আলহাজ মো. ছানোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে ওই ঢেউটিন ও অর্থ বিতরণ করেন।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ মোছা. মনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী অফিসার জিনাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্বাস আলী, নারী ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা আক্তার লিপি প্রমুখ।