আজ- ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১১:০৬

টাঙ্গাইলে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

দৃষ্টি নিউজ:

dristy-48
টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত সেনা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার(৭ জানুয়ারি) সকালে স্থানীয় ৩৫০জন শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইল শহরের বনানী মাঠে (ধুলেরচর মাদ্রাসার দক্ষিণ পাশে) শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ। টাঙ্গাইল অবসরপ্রাপ্ত সেনা পরিবার কল্যাণ সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আয়শা খানম মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ আরফান আলী খান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবুল কাশেম, সমাজ হিতৈষী পরিষদের সভাপতি আলহাজ ইউসুফ আলী, পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান, মাহমুদা বেগম জেবু, পৌর কাউন্সিলর ইকবাল হোসেন আলী, কাউন্সিলর হেলাল ফকির, সমাজ হিতৈষী পরিষদের সাধারণ সম্পাদক মো. শফিকুজ্জামান পিনু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অবসরপ্রাপ্ত সেনা পরিবার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ খান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno