আজ- মঙ্গলবার | ১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১ | রাত ১:৩০
১৪ জানুয়ারি, ২০২৫
৩০ পৌষ, ১৪৩১
১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

টাঙ্গাইলে নানা আয়োজনে বসন্ত বরণ

দৃষ্টি নিউজ:

dristy-d-22
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে সোমবার(১৩ ফেব্রুয়ারি) ঋতুরাজ বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ, মেজর জেনারেল(অব.) মাহমুদুল হাসান আদর্শ কলেজ, কুমুদিনী সরকারি কলেজ, শেখ ফজিলাতুন্নেছা কলেজ সহ বিভিন্ন স্থানে বসন্তবরণ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের কর্মসূচির মধ্যে ছিল, ফুলেল শুভেচ্ছা বিনিময়, রঙ ছিটানো, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেজর জেনারেল(অব.) মাহমুদুল হাসান আদর্শ কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় ও সংগীত পরিবেশন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বাসন্তী রঙয়ের পোষাক পড়ে সকল বয়সী মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন।
বসন্ত বরণ উপলক্ষে শহরের ফুলের দোকানগুলোতে এবং শহরের বিনোদন কেন্দ্র ডিসি লেক ও সোলার পার্কে তরুণ-তরুনীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এছাড়া বিকালে টাঙ্গাইল সার্কিট হাউজ প্রাঙ্গণে ‘পিঠা মেলা’র আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়