আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৬:৩৬

টাঙ্গাইলে নিহত অজ্ঞাত যুবকের পরিচয় মিলেছে

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-29
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকা থেকে উদ্ধারকৃত নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সারুটিয়া গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় পত্রিকা বিক্রেতা(হকার)।
পরিবারের লোকজন জানায়, বুধবার(২৩ নভেম্বর) সকালে পত্রিকা বিক্রি করতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি ছানোয়ার। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার(২৪ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর এলাকায় একটি ক্ষেতে তার লাশ পাওয়া যায়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno