দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে মিটার রিডার, ম্যাসেঞ্জার পদ থেকে কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে তিন দিনব্যাপি কর্মবিরতি পালন করছে পল্লীবিদ্যুৎ সমিতির মাঠ পর্যায়ের কর্মচারীরা।
সোমবার (১৭ অক্টোবর) কর্মবিরতির দ্বিতীয় দিনে সকাল থেকে টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ অফিসের সামনে দিনব্যাপী কর্মবিরতি পালন করে টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতি ও মিটার রিডার, ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ।
এ সময় টাঙ্গাইল জেলা ও উপজেলার সকল মাঠ পর্যায়ের কর্মচারীরা উপস্থিত থেকে আন্দোলনে যোগ দেন। আন্দোলনকারীরা জানান, কোনো প্রকার নোটিস ছাড়াই কর্মচারী ছাঁটাই করছে কর্তৃপক্ষ। এ বিষয়ে বিভিন্ন দফতরে স্মারকলিপি প্রদান করার পরেও কোনো ব্যবস্থা না নেয়ায় এ আন্দোলনের ঘোষণা দেন তারা।