আজ- শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ভোর ৫:৫৫
১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের সেবা সপ্তাহের উদ্বোধন

দৃষ্টি নিউজ:

dristy-d-5
টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে রোববার(২৬ ফেব্রুয়ারি) থেকে পাসপোর্ট সেবা সপ্তাহ শুরু হয়েছে। ‘পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে রোববার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এ সময় টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. শাহাদত হোসেন, উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল পাসপোর্ট অফিস থেকে জানানো হয়, এ সেবা থেকে প্রবাসীরা তিন থেকে সাতদিনের মধ্যে পাসপোর্ট পাবেন। পাসপোর্ট পেতে মানুষকে আর দালালের খপ্পরে পড়তে হবে না। সহজেই পাসপোর্ট সেবা পাবেন গ্রাহকরা। এখন জরুরি আবেদনে এক সপ্তাহ ও সাধারণ আবেদনে ২১ দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন মানুষ। অনলাইন কার্যক্রম ও ডিজিটালাইজড হওয়ায় পাসপোর্ট প্রাপ্তি এখন অনেক সহজতর হবে। পাসপোর্ট অফিসের শৃঙ্খলাও ফিরে আসবে বলে জানান কর্মকর্তারা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়