আজ- মঙ্গলবার | ১৮ মার্চ, ২০২৫
৪ চৈত্র, ১৪৩১ | রাত ১২:২৯
১৮ মার্চ, ২০২৫
৪ চৈত্র, ১৪৩১
১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র, ১৪৩১

টাঙ্গাইলে পিআইবি’র প্রশিক্ষণ সম্পন্ন

দৃষ্টি নিউজ:

dristy-pic-44
টাঙ্গাইল প্রেসকাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে পিআইবি’র আয়োজনে ও তথ্য মন্ত্রণালয়ের শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্প (৪র্থ পর্যায়)-এর সহযোগিতায় তিনদিন ব্যাপী ‘সাংবাদিকদের জন্য শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ রোববার(২৭ নভেম্বর) বিকালে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এ সময় পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, জেন্ডার স্পেশালিস্ট আবদুল্লাহ শাহরিয়ার, টাঙ্গাইল প্রেসকাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে শুক্রবার(২৫ নভেম্বর) সকালে ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত প্রতিনিধিদের প্রশিক্ষণ উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে) নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি মোল্লা জালাল, দৈনিক যুগান্তর পত্রিকার উপ-সম্পাদক রফিকুল ইসলাম রতন, ঢাকাস্থ টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অঅব্দুল গাফ্ফার মাহমুদ, সাধারণ সম্পাদক জীবন ইসলাম।

dristy-pic-45পরে শনিবার(২৬ নভেম্বর) সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের(পিআইবি’র) মহাপরিচালক মো. শাহ আলমগীর। পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমানের সমন্বয়ে এদিন পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর ও রাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে জেলার পিন্ট মিডিয়ায় কর্মরতদের প্রশিক্ষণ প্রদান করেন।
রোববার(২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে প্রশিক্ষণে বক্তব্য উপস্থাপন করবেন, পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান ও জেন্ডার স্পেশালিস্ট আবদুল্লাহ শাহরিয়ার।
প্রশিক্ষণে প্রিন্ট মিডিয়ার ২৫ ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়