দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যকালে নিহত পুলিশ সদ্যদের স্বরণে পুস্প স্তবক অর্পণ, আলোচনা সভা ও তাদের পরিবারবর্গকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার(১ মার্চ) বিকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান প্রমুখ।
এ সময় টাঙ্গাইল জেলা থেকে নিয়োগ প্রাপ্ত ৪২ জন পুলিশ সদস্য দেশের বিভিন্ন স্থানে কর্তব্য পালনকালে নিহত হয়েছেন। নিহত সেই সব পুলিশ সদস্যদের প্রত্যেকের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।