দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল স্টেডিয়ামে পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার(১ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে মো. ছানোয়ার হোসেন এমপি খেলার উদ্বোধন করেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মনোয়ারা বেগম এমপি ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার খেলোয়াররা এ সময় উপস্থিত ছিলেন।
খেলায় টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল, ভূঞাপুর, গোপালপুর, মধুপুর, ধনবাড়ী, দেলদুয়ার, নাগরপুর, মির্জাপুর, বাসাইল ও সখীপুর উপজেলার ১২টি দল প্রতিযোগিতা করছে।