আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১১:৫৬

টাঙ্গাইলে প্রণোদনার আউশ ধান কাটা শুরু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলায় সরকারি প্রণাদনার আউশ ধান কাটা ও মাড়াই শুরু করা হয়েছে।

শুক্রবার(৭ আগস্ট) সকালে টাঙ্গাইল পৌরসভার কাজীপুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পৌরসভার সহযোগিতায় ওই ধান কাটা শুরু হয়।

এ সময় টাঙ্গাইল পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. খালেকুজ্জামান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. আশরাফ সিদ্দিকী, শহর কৃষক লীগের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী শুকুর প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল সদর উপজেলায় ৯০০ কৃষক পরিবারের মাঝে ৩০৩ হেক্টর জমিতে এই আউশ ধানের চাষ করা হয়।

সাম্প্রতিক বন্যায় বেশিরভাগ এলাকার ধান পানিতে তলিয়ে গেলেও পৌরসভার কাজীপুরে আউশ ধান পাকতে শুরু করেছে।

প্রকাশ, আউশ ধান চাষে কৃষকের উৎসাহ বৃদ্ধি এবং আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে জমি ফাঁকা না রেখে আউশ ধান চাষ করতে প্রণোদণা হিসেবে বিনামূল্যে ধানের বীজ ও সার দেওয়া হয়েছিল।

বীজ বপনের মাত্র ১১০ দিনের মধ্যে ধান ঘরে তোলা যায়। সেচ ও বালাইনাশক ছাড়াই বৃষ্টির পানিতে এবং সামান্য পরিচর্যা ও অল্প সার ব্যবহার করে বোরো ধানের সমপরিমান আউশ উৎপাদন করে কৃষকরা বাড়তি আয়ের সুযোগ পাবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno