আজ- ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ২:৪৫

টাঙ্গাইলে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু

 

দৃষ্টি নিউজ:

dristy-d-4
‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে রোববার (২৬ ফেব্রুয়ারি) থেকে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে মেলার আয়োজন করা হয়েছে।
রোববার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদণি করে। পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন।


জেলা প্রাণিসম্পদ অফিসার এসএম আউয়াল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মনোয়ারা বেগম এমপি ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারী পরিচালক আবুল মনসুর আহম্মেদ। জেলার পাঁচ খামারি ও কৃৃষকসহ বিভিন্ন পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। সেবা সপ্তাহ আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno