দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে ২৬ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ আল আমিন ওরফে লিটন বাবু (২৫) নামে এক মাদক ব্যসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৬ মার্চ) গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার পাছবিক্রমহাটিতে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লিটন দিনাজপুরের বিরামপুর উপজেলার হরিয়রপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম জানান, পাছবিক্রম হাটিতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে লিটনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শরীরে এবং ব্যাগের ভিতর থেকে ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।