আজ- বৃহস্পতিবার | ৭ নভেম্বর, ২০২৪
২২ কার্তিক, ১৪৩১ | রাত ১২:৪৬
৭ নভেম্বর, ২০২৪
২২ কার্তিক, ১৪৩১
৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক, ১৪৩১

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামের ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ ওই প্রতিযোগিতার আয়োজন করে।


পাঠাগার প্রাঙ্গণে আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও বিজয়ের আনন্দ’ শীর্ষক ওই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ থেকে ১২ বছর বয়সের অর্ধশতাধিক শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে অংশ নেয়।


প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাকিবুল হাসান, দ্বিতীয় স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আল-আমিন এবং তৃতীয় স্থান অধিকার করে ৮ম শ্রেণির শিক্ষার্থী শিপন। পরে বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার এবং অংশগ্রহণকারী প্রত্যেককে বই ও সনদপত্র বিতরণ করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিচারক ছিলেন আনন্দপাঠ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আমিনুল হক কায়সার। এসময় বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি শাহজাহান, পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান, লাইব্রেরিয়ান হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার।

প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়