আজ- ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  দুপুর ১:১৬

টাঙ্গাইলে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

 

দৃষ্টি নিউজ:

road-accident20160916131014বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া নামকস্থানে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে বাসচাপায় নাজমুল কবির (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আসলাম নামে এক আরোহী। নিহত নাজমুলের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নওপাড়ায়। তিনি একটি ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া সেল প্রধান সৈকত শাহীন জানান, বুধবার বিকালে নাজমুল কবির তার বন্ধু আসলামকে নিয়ে মোটরসাইকেল যোগে পেশাগত কাজে কোথাও যাচ্ছিলেন। পথে মহাসড়কে ভাতকুড়া নামকস্থানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুল নিহত হন। এতে গুরুতর আহত হন তার বন্ধু আসলাম। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আসলামকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno