আজ- ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৮:১৮

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৪

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-67
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল বাইপাস রাবনা মোড়ে শুক্রবার(৩ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে আলু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪জন। নিহতরা হচ্ছেন, বগুড়ার ট্রাক চালক আছাদুজ্জামান (২৭), ময়মনসিংহের বাস চালক হাবিবুর রহমান (৩২) এবং বাসের যাত্রী বগুড়ার সুমাইয়া ইসলাম (১৮)। আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইফতেখারুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি আলু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno