আজ- ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ সোমবার  রাত ৯:০২

টাঙ্গাইলে বিএনপির অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের ময়মনসিংহ সড়কের পিটিআইয়ের সামনে থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের নেতৃত্বে ওই প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করে।


সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চাকলাদার, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ ফরিদ ও শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীল।


এ সময় সরকারি সা’দত কলেজ, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno