দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩ অক্টোবর) সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যোন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ সামছুল আলম তোফা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক শাহীন, জেলা কৃষকদলের সভাপতি শ্যামল হোড়, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, জেলা মহিলাদলের সভাপতি নিলুফার ইয়াছমিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।