আজ- মঙ্গলবার | ২২ এপ্রিল, ২০২৫
৯ বৈশাখ, ১৪৩২ | রাত ১০:২২
২২ এপ্রিল, ২০২৫
৯ বৈশাখ, ১৪৩২
২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ, ১৪৩২

টাঙ্গাইলে বিদ্যালয়ে অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ে মেয়েদের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগিয়ে ভিডিও ধারণ করা সহ নানা অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার(৩ জুন) সকালে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।


মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের বৈদ্যুতিক কাজের কর্মচারী মারুফ মেয়েদের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগিয়ে ভিডিও ধারণ করে। আশপাশের বিভিন্ন বাড়িতে গিয়ে মহিলাদের গোপন ভিডিও ধারণ করে। স্কুলে বহিরাগত লোকজন যাওয়া নিষেধ থাকলেও মারুফ সব সময় বিদ্যালয়ে যাতায়াত করে থাকে। তার এহেন কর্মকাণ্ডের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে শিক্ষার্থীরা।


বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হোসেন জানান, মারুফ তাদের স্কুলের বিদ্যুতের নানা সমস্যা সমাধানে কাজ করে থাকে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। অপরাধী হলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়