দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের সমবায় মার্কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামের সাইফুলের ছেলে।
নির্মাণ শ্রমিক মো. মাসুদ জানান, বৃহস্পতিবার সমবায় মার্কেটের পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শামীম। এ অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, নির্মাণ শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।